আমাদের সম্পর্কে

 

কে.বি. রেসিডেন্সিয়াল মডেল স্কুল ২০২০ সালে পার্বতীপুর-দিনাজপুরে মেইন রোড সংলগ্ন রাজাবাসরে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা জনাব মোঃ কামরুল হুদা বাদশা । সমাজের শিশুদের উন্নত শিক্ষায় শিক্ষিত করার ব্রত গ্রহণ করে তিনি তার শহর পার্বতীপুরে প্রতিষ্ঠিত করেছেন সময়ের সেরা ও উন্নত মানসম্মত আবাসিক স্কুল-কে.বি. রেসিডেন্সিয়াল মডেল স্কুল । 

কে.বি. রেসিডেন্সিয়াল মডেল স্কুল একটি শিক্ষা পরিবার । সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী এবং প্রশাসনিক কর্মীরা কেবি পরিবারের সদস্য। পারিবারিক জীবন ছাত্রদের অবিচ্ছেদ্য গঠনের জন্য পারস্পরিক শ্রদ্ধা, ভালবাসা, দায়িত্ব ভাগ করে নেওয়া এবং সাধারণ আগ্রহের উপর ভিত্তি করে। এখানে প্রত্যেকেই আন্তরিকতা, দক্ষতা এবং সহানুভূতির সাথে দায়িত্ব পালন করে যা কেবি পরিবারে একটি অনন্য মাত্রা নিয়ে আসে।

কে.বি. রেসিডেন্সিয়াল মডেল স্কুল শুধুমাত্র তার গৌরবময় পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে না, তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দরিদ্র, সুবিধাবঞ্চিত এবং উপজাতীয় ছাত্রদের জন্য সুযোগও দেয়। কে.বি. রেসিডেন্সিয়াল মডেল স্কুল বাংলাদেশের ছোট বাচ্চাদের জন্য একটি আদর্শ স্কুল।

এটি আপনার সন্তানকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এই বিদ্যালয়ের মূল উদ্দেশ্য হল প্রথম থেকেই বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সিলেবাসের পাশাপাশি ধর্মীয়, পারিবারিক ও সামাজিক বিষয়ে শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান করা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে কে.বি. রেসিডেন্সিয়াল মডেল স্কুল সময়ের সেরা স্কুল।

স্কুলের বৈশিষ্ট্য সমূহঃ

  • অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত ।

  • অত্যাধুনিক সাইন্স ল্যাব

  • স্বয়ংসম্পূর্ণ লাইব্রেরি সুবিধা

  • স্পোকেন ইংলিশ এর বিশেষ ক্লাস ।

  • হাতের লেখা উন্নয়নে বিশেষ কেয়ার।

  • প্রতি বছর সোসাইটি বৃত্তিতে অংশগ্রহণ ।

  • স্ব-স্ব ধর্মীয় মূল্যবোধের আলোকে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা।

  • আবাসিক ছাত্র/ছাত্রীদের জন্য দক্ষ শিক্ষক/শিক্ষিকা দ্বারা সার্বক্ষনিক অনুশীলন ।

  • আবাসিক ছাত্র/ছাত্রীদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন ।

  • মাল্টিমিডিয়া ক্লাস রুমের সু-ব্যবস্থা রয়েছে ।

  • নিয়মিত পিটি, ক্রীড়া, বিনোদন ও সাংস্কৃতিক চর্চা ।

  • সংগীত ও নৃত্য শেখার ব্যবস্থা রয়েছে । ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক তদারকি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা ।

  • বিভিন্ন জাতীয় দিবসে অংশগ্রহণ । যেমনঃ ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১লা বৈশাখ, ১৬ই ডিসেম্বর ইত্যাদি ।

 

ভিডিও গ্যালারী