
শিক্ষানুরাগী সম্মানিত সুধি, আসসালামু আলাইকুম / আদাব । শিক্ষাহীন জীবন অজ্ঞতার দোসর। মানব জীবনে সার্বিক সাফল্যের চাবিকাঠিই শিক্ষা । তাই গুণগত মানসম্পন্ন শিক্ষার বিকাশে আমার সর্বাঙ্গীন আত্মনিয়োগ। আপনাদের সহযোগিতা এবং আমাদের ঐকান্তিক পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন সম্ভব। যে সফলতা আগামী প্রজন্মের দেশ, জাতি, তথা একটি নতুন পৃথিবী গড়ার হাতিয়ার ।
আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের দোয়া ও সহযোগিতায় আবাসিক ও অনাবাসিক শাখা নিয়ে কে.বি. রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এবং কে.বি. ক্যাডেট একাডেমি পার্বতীপুর উপজেলা সহ দেশের উত্তরাঞ্চলে শিক্ষা সম্প্রসারণে হয়ে উঠবে নিবেদিত প্রাণ, ইনশাআল্লাহ ।